New Update
/anm-bengali/media/media_files/zVngEkYu8MEY4CsSaFiK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আফ্রিকার একটি অঞ্চল হল কেনিয়া। জানা গেছে , কেনিয়ায় অনাহারে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। কেনিয়ার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ,বর্তমানে অনাহারে প্রাণ হারিয়েছেন ২০১জন। তবে কেনিয়ায় কেন এই অনাহার তৈরী হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই অনাহারের পেছনে কেনিয়ার প্রশাসনকেই দায়ী করছে আফ্রিকার সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us