জম্মু-কাশ্মীরের হামলায় নেপালি নাগরিকের মৃত্যুতে উত্তাল কাঠমান্ডু! পাকিস্তান দূতাবাস ঘেরাও

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নেপালি যুবক নিহত হওয়ার পর কাঠমান্ডুতে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ। বিচারের দাবি জানাল নাগরিকরা।

author-image
Debapriya Sarkar
New Update
Nepal

নিজস্ব সংবাদদাতা : ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এবং হামলার প্রতিবাদে আজ, শনিবার কাঠমান্ডুতে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন নেপালের নাগরিকরা। এই হামলায় মোট ২৬ জন প্রাণ হারান, যার মধ্যে ছিলেন নেপালের বুঠাওল এলাকার বাসিন্দা ২৭ বছরের সুদীপ নিউপানে।

Kashmir

নাগরিক যুব শক্তি নেপাল সংগঠনের নেতৃত্বে মূলত তরুণদের একটি বড় দল প্ল্যাকার্ড, নিহত সুদীপের ছবি এবং বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে দূতাবাসের সামনে বিক্ষোভ করে। তাদের কণ্ঠে ছিল, "ইসলামিক সন্ত্রাসের অবসান চাই," "সন্ত্রাসীদের শাস্তি দাও," এবং "হিন্দু হত্যা বন্ধ করো" — এ ধরনের জোরালো স্লোগান।

খবর অনুযায়ী, এই হামলা চালিয়েছিল 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' নামে একটি সংগঠন, যারা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইয়েবার সঙ্গে যুক্ত।

Kashmir terrorists attacks

উল্লেখ্য, নেপালের জাতীয় রাজনৈতিক দল 'রাষ্ট্রীয় প্রজাপতন্ত্র পার্টি' (RPP) আলাদা একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। তারাও এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান।