BREAKING : কাশ্মীরে ফের তাণ্ডব! কিস্তোয়ারে জঙ্গিদের ঘিরে তীব্র গুলির লড়াই সেনার

কাশ্মীরের কিস্তোয়ারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করল সেনা। অন্তত ৪ জন জঙ্গিকে ঘিরে সংঘর্ষ চলছে। এলাকা ঘিরে টানটান উত্তেজনা।

author-image
Debapriya Sarkar
New Update
Indian Army

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারে বৃহস্পতিবার সকালে ফের শুরু হয়েছে গুলির লড়াই। সেনা ও পুলিশের যৌথ বাহিনী জানতে পারে, চাতরুর সিংপোরা এলাকায় লুকিয়ে আছে অন্তত চার জন জঙ্গি। সেই খবরের ভিত্তিতে অভিযান শুরু হতেই গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও।

Army

এখনও পর্যন্ত জঙ্গিদের চারদিক ঘিরে রেখেছে বাহিনী। গুলির লড়াই চলছে দু’পক্ষের মধ্যে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নিরাপত্তা বাহিনী।