New Update
/anm-bengali/media/media_files/mEXJ7AUcES610XaH5ILS.jpg)
নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারে বৃহস্পতিবার সকালে ফের শুরু হয়েছে গুলির লড়াই। সেনা ও পুলিশের যৌথ বাহিনী জানতে পারে, চাতরুর সিংপোরা এলাকায় লুকিয়ে আছে অন্তত চার জন জঙ্গি। সেই খবরের ভিত্তিতে অভিযান শুরু হতেই গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও।
/anm-bengali/media/media_files/2024/11/07/pPP5UEHiXe1QzPTJI6aT.jpg)
এখনও পর্যন্ত জঙ্গিদের চারদিক ঘিরে রেখেছে বাহিনী। গুলির লড়াই চলছে দু’পক্ষের মধ্যে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নিরাপত্তা বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us