১৫০টি আসনে জিততে হবে, লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মোদী-অমিত শাহ!

আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে সরগরম কর্ণাটক (Karnataka) রাজ্য। এদিকে রাজ্যে দলের জয় নিশ্চিত বলে ফের এবার দাবি করলেন কর্ণাটকের মন্ত্রী ও কনকপুরা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী আর অশোক।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
modi shah.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে সরগরম কর্ণাটক (Karnataka) রাজ্য। এদিকে রাজ্যে দলের জয় নিশ্চিত বলে ফের এবার দাবি করলেন কর্ণাটকের মন্ত্রী ও কনকপুরা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী আর অশোক। তিনি আজ রবিবার বলেন, "কনকপুরায় চমৎকার সাড়া পাচ্ছি। আমি মনে করি রাজ্যের মানুষ কংগ্রেসের উপর বিরক্ত। তারা কনকপুরায় মোদী সরকার চায়। বিজেপি ২৪টি আসনেই 'জয় বাহিনী' শুরু করেছে। প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৫০ টি আসন জয়ের লক্ষ্য দিয়েছিলেন। কর্ণাটকে ১০০ শতাংশ বিজেপি সরকার থাকবে।" দেখুন ভিডিও...