/anm-bengali/media/media_files/u4yJbvlh5ChwauQo1YOy.png)
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) বিচারপতি বদল। সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly)। সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের যাবতীয় মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি (Case Hearing) চলছিল। তার মধ্যে এলো এই নির্দেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সাক্ষাৎকারের তর্জমার সত্যতা বিচার করে এই প্রশাসনিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার নতুন কোন এজলাসে মামলাগুলি পাঠানো হয় সেটাই এখন দেখার।
Supreme Court directs Calcutta High Court to reassign proceedings related to alleged irregularities in the recruitment of staff in schools in West Bengal to another judge.
— ANI (@ANI) April 28, 2023
The top court has taken the note of transcript of the interview which the Calcutta HC judge Justice…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us