'আমি পদত্যাগ করছি না, আমি পালিয়ে যাবার লোক নই': বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত একটি মামলা সরবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। এই ঘোষণার পর এই প্রথমবার মুখ খুলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

author-image
New Update
abhijit ganguly justice

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে   সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি।  সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এই প্রথমবার  মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, 'আমি তো নিজে সরাচ্ছি না। সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। একটা ডিসিপ্লিন আছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। সেটা মেনে চলতে হবে। আমার ধারনা একই গ্রাউন্ডে বাকি মামলাও আমার হাত থেকে সরে যাবে'। এর পরেই বিচারপতি বলেন, ‘‘যখন বিচারপতি থাকব না, অন্য কাজ করব, তখনও দুর্নীতির বিরুদ্ধে লড়ব।’’