/anm-bengali/media/media_files/A2Xv3oJCyckryQklurc2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজনৈতিক ডামাডোলের মাঝেই এবার মহারাষ্ট্র সফরে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। জানা গিয়েছে, আজ থেকে দু'দিনের সফরে তিনি মহারাষ্ট্র (Maharashtra) সফরে যাচ্ছেন। বিজেপি (BJP) সূত্রে খবর, জেপি নাড্ডা আজ মুম্বাইয়ে 'লাভার্তি সম্মেলনে' যোগ দেবেন। এরপর তিনি দলের 'পান্না প্রধানদের' একটি সভায় ভাষণ দেবেন। সেইসঙ্গে মুম্বাই মোর্চা আঘাড়ির সাথে বৈঠক করবেন জেপি নাড্ডা বলে খবর। বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, 'জেপি নাড্ডা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধাভোগীদের সঙ্গে বৈঠক সহ মুম্বাইয়ে কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন।' বাওয়ানকুলে আরও জানিয়েছেন, বৃহস্পতিবার পুনেতে দলের রাজ্য স্তরের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তব্য পেশ করবেন জেপি নাড্ডা।
BJP National President JP Nadda will be on a two-day visit to Maharashtra from today
— ANI (@ANI) May 17, 2023
He will attend a 'Labharthi Sammelan', address a meeting of the party's 'Panna Pramukhs' and hold a meeting with Mumbai Morcha Aghadi in Mumbai today.
(file photo) pic.twitter.com/38LK5rdmuz
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us