New Update
/anm-bengali/media/media_files/c7gO67Y9VA00nZfKilRA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি (BJP)। কার্যত প্রচারে কোনও রকম খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীকে রাজ্যে প্রচারের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। এরই মাঝে আজ কর্ণাটক সফরে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। চিকমাগালুরুতে তিনি বলেন, 'কংগ্রেস সরকারের আমলে ৮০টি সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল। কিন্তু আজ অমিত শাহজি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।'
Karnataka | 80 communal riots occurred during the Congress government. Today, Amit Shah ji has imposed a ban on the Popular Front of India (PFI): BJP President at an election rally in Chikkamagaluru pic.twitter.com/dOORcJlbsD
— ANI (@ANI) April 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us