মহিলা কর্মীদের ঐক্যবদ্ধ করতে জনসভার ডাক তৃণমূলের

শনিবার মহিলা ব্লক নেত্রী অঞ্জলি দোলাই, ব্লক মহিলা কমিটি, সমস্ত মহিলা অঞ্চল সভানেত্রী ও মান্দার সংগঠনের সমস্ত অঞ্চল সভাপতিদের নিয়ে প্রস্তুতি মিটিং করেন। এদিন উপস্থিত মহিলা কর্মীদের নিয়ে আলোচনা করা হয় রোহিনী তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে।

author-image
Pallabi Sanyal
New Update
TMC

প্রতীকী ছবি


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : 
তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে জনসভার ডাক দিল ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সাঁকরাইল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ৩০ এপ্রিল বিকাল ৪ টেয় এই জনসভা হবে সাঁকরাইল ব্লকের রোহিনী বাসস্ট্যান্ডে। শনিবার মহিলা ব্লক নেত্রী  অঞ্জলি দোলাই, ব্লক মহিলা কমিটি, সমস্ত মহিলা অঞ্চল সভানেত্রী ও মান্দার সংগঠনের সমস্ত অঞ্চল সভাপতিদের নিয়ে প্রস্তুতি মিটিং করেন। এদিন উপস্থিত মহিলা কর্মীদের নিয়ে আলোচনা করা হয় রোহিনী তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে।
  উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, ব্লকের সহ সভাপতি অনুপ মাহাত, ব্লকের মহিলা নেত্রী অঞ্জলি দোলাই সহ আরো অনেকে। ব্লকের মহিলা নেত্রী অঞ্জলি দোলাই বলেন, '
৩০  এপ্রিল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসভা হবে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, মহিলাদের ঐক্যবদ্ধ করতে। জনসভায় রাজ্য নেতৃত্ব, জেলা ও ব্লকের নেতৃত্বরা উপস্থিত থাকবেন। জনসভা সফল করার জন্য অঞ্চলে অঞ্চলে প্রস্তুতি মিটিং করা হচ্ছে।ওই দিনের সভায় আনুমানিক ১০ হাজার মহিলা কর্মী উপস্থিত থাকবেন।'