/anm-bengali/media/media_files/2025/05/01/1000196874-883495.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ দাবানলে জ্বলছে ইজরায়েলের জেরুজালেমের পাহাড়ি বনভূমি। বুধবার থেকে আগুন শুরু হয়েছে, আর তা এখন শহরের দিকেই এগিয়ে আসছে। আগুন এতটাই তীব্র যে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, বাতাসে ছড়িয়ে পড়েছে পোড়া গন্ধ।
/anm-bengali/media/media_files/2025/05/01/1000196875-902419.jpg)
পরিস্থিতি এতটাই খারাপ যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে তিনি ব্রিটেন, ফ্রান্স, ইটালি, সাইপ্রাস, বুলগেরিয়া ও গ্রিসের কাছে সাহায্য চেয়েছেন।
ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে জেরুজালেম-তেল আভিভ হাইওয়ে সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। ইটালি ও ক্রোয়েশিয়া জানিয়েছে, তারা আজ বৃহস্পতিবার অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত দমকল কর্মীদের ইজরায়েলে পাঠাবে আগুন নেভানোর কাজে। এই দাবানল শুধু বনভূমি নয়, মানুষ ও শহরের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। প্রশাসন সবরকম চেষ্টা করছে আগুন যাতে শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় না পৌঁছায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us