বড় সাফল্য 'হাত' শিবিরের, কংগ্রেসে যোগ দিলেন ২ হেভিওয়েট

কর্ণাটকের বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে। সব দলই নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে। গত এক মাস ধরে বিজেপি, কংগ্রেস ও জেডিএসের বিভিন্ন নেতা তাদের দল ও প্রার্থীদের পক্ষে সমর্থন জোগাড় করছেন।

author-image
SWETA MITRA
New Update
narayana.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে সরগরম দক্ষিণী রাজ্য কর্ণাটক (Karnataka)। সেইসঙ্গে জমে উঠেছে দল বদলের খেলাও। এবারও তার ব্যতিক্রম ঘটল না। ভোট শুরু হতে এখনও ২ সপ্তাহ বাকি। তারই মধ্যে আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে কংগ্রেসে যোগ দিলেন জেডি (এস) নেতা নারায়ণ গৌড়া ও প্রভাকর রেড্ডি। উল্লেখ্য, বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কোনওরকম খামতি রাখছে না কংগ্রেস শিবির। কর্ণাটকের নির্বাচনে কংগ্রেস দল ক্রমাগত স্থানীয় ইস্যুগুলিকে অগ্রাধিকার দিচ্ছে। রাহুল গান্ধী ক্রমাগত এই মাস্টারপ্ল্যানে অটল রয়েছেন।