New Update
/anm-bengali/media/media_files/8gvEjQUqA6Z6gTqAktvH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে সরগরম দক্ষিণী রাজ্য কর্ণাটক (Karnataka)। সেইসঙ্গে জমে উঠেছে দল বদলের খেলাও। এবারও তার ব্যতিক্রম ঘটল না। ভোট শুরু হতে এখনও ২ সপ্তাহ বাকি। তারই মধ্যে আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে কংগ্রেসে যোগ দিলেন জেডি (এস) নেতা নারায়ণ গৌড়া ও প্রভাকর রেড্ডি। উল্লেখ্য, বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কোনওরকম খামতি রাখছে না কংগ্রেস শিবির। কর্ণাটকের নির্বাচনে কংগ্রেস দল ক্রমাগত স্থানীয় ইস্যুগুলিকে অগ্রাধিকার দিচ্ছে। রাহুল গান্ধী ক্রমাগত এই মাস্টারপ্ল্যানে অটল রয়েছেন।
Karnataka | JD(S) leaders Narayana Gowda and Prabhakar Reddy join Congress in Bengaluru pic.twitter.com/0SkbaCr4Zf
— ANI (@ANI) April 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us