/anm-bengali/media/media_files/Mighv7GPxMd39ppYIcDn.jpg)
নিজস্ব সংবাদদাতা: গভীর রাতে ভূমিকম্পেকেঁপে উঠলো জাপান । এই কম্পনের তীব্রতা ছিল ৬.২। এই ভূমিকম্পে উৎপত্তিস্থল ছিল উত্তর প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটি প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) গভীরে অনুভূত হয়েছিল। জানা গেছে , এই ভয়াবহ ভূমিকম্পটির জেরে জাপানের কান্টো অঞ্চলে এবং মধ্য ও উত্তর হোনশু দ্বীপ কেঁপে ওঠে। তবে এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।