/anm-bengali/media/media_files/2025/04/23/sCfA8tS5cnNI10caacm6.jpg)
নিজস্ব সংবাদদাতা : জম্মুর স্পর্শকাতর এলাকাগুলোর হোটেলগুলোতে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সম্প্রতি পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলায় ২৫ জন পর্যটকসহ ২৬ জন নিহত হওয়ার পর, নিরাপত্তা বাহিনী এই এলাকায় শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়েছে। পুলিশের আশঙ্কা, হামলার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি ও তাদের মদতকারীরা এই হোটেলগুলোতে লুকিয়ে থাকতে পারে।
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192485-996246.jpg)
জম্মুর বাসস্ট্যান্ডের কাছের হোটেলগুলিতে বর্তমানে তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এসব হোটেলগুলোতে সন্দেহজনক লোকজনের উপস্থিতি থাকার কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়া, নিরাপত্তার উদ্দেশ্যে জম্মুতে একটি হাই এলার্টও জারি করা হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, পুরো অঞ্চলে তল্লাশি অভিযান চলবে এবং যেকোনো ধরনের নিরাপত্তাহীনতার ঘটনা মোকাবিলায় তারা প্রস্তুত। স্থানীয় বাসিন্দাদেরও নিরাপত্তা সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এই তল্লাশি অভিযান এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশাবাদী নিরাপত্তা বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us