New Update
/anm-bengali/media/media_files/2025/05/08/uY5FtuHfmGn6BRqbY4DA.webp)
নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এক এলাকায় ফের উত্তেজনা ছড়াল। পাকিস্তানের তরফে বিনা উসকানিতে শেলিং শুরু হওয়ায় আতঙ্কে কেঁপে ওঠে গোটা এলাকা। এই হামলায় বেশ কয়েকটি দোকান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
/anm-bengali/media/media_files/2025/05/09/aud0080Ml1ehQfdZIbIh.jpeg)
সূত্রের খবর, আচমকা শুরু হয় মর্টার শেলিং। সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বের হতে পারেননি। দোকানপাট ভেঙে যায়, কিছু বেসরকারি গাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে,“ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। সেনা মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
#WATCH | Vehicles and shops suffered damage in unprovoked shelling by Pakistan in a border town in Jammu & Kashmir
— ANI (@ANI) May 9, 2025
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/a29nHiwvoZ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us