সীমান্ত সমস্যা মেটাতে বৈঠকে বসছেন বিদেশমন্ত্রী

বৃহস্পতিবার থেকে গোয়ায় শুরু হতে চলেছে এসসিও সম্মেলন । এই সম্মেলনের আগেই রাশিয়া , চীন এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ।

author-image
New Update
meet jai

নিজস্ব সংবাদদাতা:  ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার গোয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই বৈঠকের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, 'বৈঠকে স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং অন্যান্য এসসিও সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে এসসিও সহযোগিতাসহ অন্যান্য বিষয়ে মতবিনিময় করবেন।'

 

 

উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর আগ্রাসনের জেরে ভারত এবং চীনের সম্পর্কের অবনতি ঘটে।  তবে , বৃহস্পতিবার সকল পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জয়শঙ্করের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।