ভারত-পাক উত্তেজনার মাঝে জয়শঙ্করের নিরাপত্তা বাড়ল, এল বুলেটপ্রুফ গাড়ি ও কমান্ডো দল!

কাশ্মীর হামলার পরে সীমান্তে চড়ছে উত্তেজনা। এর মধ্যেই জয়শঙ্করের নিরাপত্তায় নতুন মাত্রা—মিলল বুলেটপ্রুফ গাড়ি, সঙ্গী ৩৩ জন সিআরপিএফ কমান্ডো। কেন এই কড়াকড়ি? জানুন বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
S JAISHANKAR.jpg

নিজস্ব সংবাদদাতা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা আরও কড়া করা হল। সূত্রের খবর, তাঁকে এখন থেকে দেওয়া হবে একটি বুলেটপ্রুফ গাড়ি, সঙ্গে থাকবেন ৩৩ জন সিআরপিএফ কমান্ডো। দিল্লির সরকারি বাসভবনের নিরাপত্তাও আগের তুলনায় অনেক বেশি জোরদার করা হয়েছে।

pahalgam

স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, জয়শঙ্করের জন্য বরাদ্দ করা হয়েছে জেড ক্যাটেগরির নিরাপত্তা। তবে সম্প্রতি উত্তপ্ত পরিস্থিতির জেরে নিরাপত্তা ব্যবস্থায় আরও একটি স্তর যুক্ত করা হয়েছে। এই নিরাপত্তা বেষ্টনির মূল উদ্দেশ্য, যেকোনও ধরনের ঝুঁকি থেকে মন্ত্রীকে সুরক্ষিত রাখা।

উল্লেখ্য, কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পরে ভারত ‘অপারেশন সিন্দুর’ চালিয়েছে। এর ফলে সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জয়শঙ্করের মতো উচ্চপদস্থ নেতাদের নিরাপত্তা বাড়ানোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

s jaishankarty2.jpg

পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করেন এস জয়শঙ্কর। তাই তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনে নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে।