রাত নামতেই অন্ধকারে ডুবল জয়সলমীর!

পাকিস্তানি আগ্রাসনের শঙ্কায় রাজস্থানের জয়সলমীরে হঠাৎ ব্ল্যাকআউট। সীমান্তে বাড়ছে উত্তেজনা, সেনার কড়া নজরদারি চলছে।

author-image
Debapriya Sarkar
New Update
blackout

নিজস্ব সংবাদদাতা : সীমান্তে টানটান উত্তেজনা। পাকিস্তান সীমান্ত ঘেঁষা রাজস্থানের জয়সলমীরে হঠাৎই জারি করা হয়েছে সতর্কতামূলক ব্ল্যাকআউট। সন্ধ্যা নামতেই নিভে যাচ্ছে ঘরের আলো, বন্ধ স্ট্রিট লাইট। সেনা সূত্রে মিলছে চাঞ্চল্যকর তথ্য—পাকিস্তান দিক থেকে বাড়ছে আগ্রাসনের ইঙ্গিত, থাকতে পারে ড্রোন বা আর্টিলারি হামলার চেষ্টা! তাই আগেভাগেই সতর্ক পদক্ষেপ প্রশাসনের। সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ, চলছে কড়া নজরদারি।

blackout-by-lucas_knappe-EyeEm-AdobeStock