নিজস্ব সংবাদদাতাঃ এবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনকে (Satyendra Jain)। জানা গিয়েছে, গতকাল রাতে তিহার জেলের বাথরুমে পড়ে যাওয়ার পর জেলে থাকা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনা প্রসঙ্গে তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সত্যেন্দ্র জৈন সামান্য আহত হয়েছেন এবং তাকে চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ২২ মে আর্থিক দুর্নীতি মামলায় তিহার জেলে বন্দি প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে সফদরজং হাসপাতালে নিয়ে আসে দিল্লি পুলিশ। মেরুদণ্ডের সমস্যার কারণে তাকে হাসপাতালে আনা হয়েছিল।