New Update
/anm-bengali/media/media_files/ogTc49MDA1hc9ddEA9KN.jpg)
নিজস্ব সংবাদদাতা: ছাত্রমৃত্যু নিয়ে কী বলতে হবে পুলিশকে? শেখানো হয় সব বয়ান। যাদবপুরে ছাত্রের মৃত্যুর তদন্তে আরো ২ প্রাক্তন এবং এক ১ বর্তমান ছাত্রকে জিজ্ঞাসাবাদ করল যাদবপুর থানার পুলিশ। নোটিশ পাঠিয়ে আগেই তলব করা হয়েছিল তাদেরকে। এদিকে পুলিশ জানতে পেরেছে যে স্বপ্নদীপের সঙ্গে ঘটা ঘটনার পর গ্রেফতার হওয়া ৯ জন ওই জিবি মিটিংয়ে ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us