New Update
/anm-bengali/media/media_files/e1mevLnOTBw5B4uTZkQJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইন্টার মিলান ফিওরেন্টিনাকে হারিয়ে তাদের ইতালিয়ান কাপের শিরোপা ধরে রেখেছে। ইন্টার মিলান ফিওরেন্টিনার বিরুদ্ধে ২ টি গোল করেছে। অপরদিকে ফিওরেন্টিনা ১ টি গোল করে।
ফলে ফিওরেন্টিনার বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় ইন্টার মিলান। তবে ম্যাচের প্রথম গোল করে ফিওরেন্টিনা। ফিওরেন্টিনার হয়ে গোল করেন নিকোলাস গঞ্জালেজ। কিন্তু তারপর ২ টি গোল করে ইন্টার মিলান। লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে ২ টি গোল করেন।
#BREAKING Inter Milan beat Fiorentina 2-1 to retain Italian Cup pic.twitter.com/HxVPnBfGLu
— AFP News Agency (@AFP) May 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us