'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি না', ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক

ইসলামপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভায় আমন্ত্রণই পাননি ইসলামপুরের এই তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এরপরেই তৃণমূল বিধায়ক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অভিষেককে বিশেষ বার্তা দিয়েছেন বিধায়ক।

author-image
SWETA MITRA
New Update
abhi karim.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগে ফের একবার নতুন করে তৃণমূলে চওড়া হল কোন্দল। এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury) । ইসলামপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভায় আমন্ত্রণই পাননি ইসলামপুরের এই তৃণমূল বিধায়ক। এরপরেই আব্দুল করিম চৌধুরী দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, 'আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি না আর অভিষেকও আমাকে চেনে না। আমার অনুগামীদের ওপর হামলা হয়েছে। তার কোনও ব্যবস্থা নেয়নি দল। আমি বিদ্রোহী বিধায়ক। দল ব্যবস্থা নিলে নেবে। আগে যে সিস্টেম ছিল সেটাই ভালো ছিল। অভিষেকের সঙ্গে আমার কোনও ঘনিষ্ঠতা নেই। জনগণই যদি প্রার্থী বাছাই করে তাহলে সংগঠনের কোনও প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না।' যদিও দলীয় সূত্রে খবর, বিধায়কের অভিমান ভাঙানোর দায়িত্ব নাকি নিজের কাঁধে তুলে নিয়েছেন খোদ অভিষেক। রবিবার বিধায়কের বাড়িতে আসবেন অভিষেক বলে খবর।