শুভেন্দুর গড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির সূচনা আইএসএফের!

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নামালবাড়ে আইএসএফের উদ্যোগে বস্ত্র বিতরণ ও নওশাদ সিদ্দিকীকে সম্বোর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে রামতারক থেকে মোটর বাইক র‍্যালি করা হয়।রাস্তার মাঝে একাধিক জায়গায় সাধারণ মানুষ সম্বোর্ধনা জানায়।

author-image
Pallabi Sanyal
New Update
আইএসএফ শুরু করল পঞ্চায়েত ভোটের প্রস্তুতি

আইএসএফ শুরু করল পঞ্চায়েত ভোটের প্রস্তুতি

দিগ্বিজয় মাহালী, পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা দিয়ে আইএসএফ (ISF)শুরু করল পঞ্চায়েত ভোটের প্রস্তুতি।পূর্ব মেদিনীপুরের  কোলাঘাটের নামালবাড়ে আইএসএফের উদ্যোগে বস্ত্র বিতরণ ও নওশাদ সিদ্দিকীকে  (Naushad Siddique) সম্বোর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে রামতারক থেকে মোটর বাইক র‍্যালি করা হয়।রাস্তার মাঝে একাধিক জায়গায় সাধারণ মানুষ সম্বোর্ধনা জানায়। এরপর কোলাঘাটের নামালবাড় এলাকায় একটি কর্মী সম্মেলন করা হয়।  কর্মী সম্মেলন থেকে একটাই বার্তা দেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, 'গ্রাম পঞ্চায়েত ভোটে আমরা প্রতিটা অঞ্চলে প্রার্থী দেব এবং আমরা নির্ণায়ক ভূমিকা পালন করব। আমরা যদি জিতি কি কি কাজ করব?  আমাদের মূলত কাজ হবে, প্রতিটি মানুষকে বাড়িতে গিয়ে তার পঞ্চায়েত সুবিধা পৌঁছে দেওয়া। সিপিএমের সাথে জোট হবে কি হবে না এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা গ্রাম পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব এবং নির্ণায়ক ভূমিকা পালন করবো।''