বক্তব্যে অসঙ্গতি! স্বপ্নদীপের মৃত্যুতে এই প্রাক্তনীই মাস্টারমাইন্ড?

যাদবপুরের ঘটনায় ধরা পড়েছেন আরো এক প্রাক্তন ছাত্র জয়দীপ। ঘটনার দিন সন্ধ্যা থেকেই তিনি ওই হোস্টেলে ছিলেন বলে দাবি উঠেছে। এছাড়াও ঘটনার দিন এই ছাত্রের বিরুদ্ধে পুলিশকে গেটের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল।

author-image
Anusmita Bhattacharya
New Update
swapnadeep

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আবাসিক না হয়েও প্রাক্তন ছাত্র জয়দীপ কেন গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে? প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর দিন সন্ধ্যা থেকেই কি হোস্টেলে ছিলেন তিনি? জানা গেছে যে এই প্রাক্তন ছাত্র কলকাতার বিক্রমগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি আসলে পূর্ব বর্ধমানের বাসিন্দা। ছাত্র পাঁচিল থেকে পড়ে যাওয়ার পর জিবি মিটিংয়ে হাজির ছিলেন এই জয়দীপ। প্রশ্ন উঠছে যে প্রাক্তনী হয়েও কীভাবে দাদাগিরি চালাতেন? জয়দীপের বক্তব্যে আগেও একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদেও অসঙ্গতি ধরা পড়েছে। ঘটনার দিন পুলিশ আসার পর কর্তব্যরত পুলিশকে তার কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। ছাত্র হেনস্থার ক্ষেত্রেও কি যোগ রয়েছে যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন জয়দীপের?