BCCI ঘোষণা করল আইপিএল ২০২৫-এর নতুন সূচি, কবে ফাইনাল? জানুন

আইপিএল ২০২৫ আবার শুরু হচ্ছে ১৭ মে থেকে। ১৭টি ম্যাচ, ৬টি ভেন্যু, ফাইনাল ৩ জুন—দেখে নিন পুরো সূচি।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : আবার মাঠে ফিরছে টাটা আইপিএল ২০২৫। সোমবার বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) জানিয়েছে, আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে আইপিএলের বাকি ম্যাচগুলি। মোট ১৭টি ম্যাচ হবে ৬টি ভেন্যুতে। নতুন সূচি অনুযায়ী, দুটি ডাবল হেডার (একই দিনে দুটি ম্যাচ) অনুষ্ঠিত হবে—দু’টি রবিবারে।

ipl

প্লে-অফ সূচি:

কোয়ালিফায়ার ১: ২৯ মে

এলিমিনেটর: ৩০ মে

কোয়ালিফায়ার ২: ১ জুন

ফাইনাল: ৩ জুন

ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও জমজমাট হতে চলেছে আইপিএলের উত্তেজনা।