নবজোয়ারে তুলকালাম! মন্ত্রীকেই ধাক্কা অভিষেকের রক্ষীর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে জখম রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

author-image
Pallabi Sanyal
New Update
d

নিজস্ব সংবাদদাতা : ফের  তৃণমূলের নবজোয়ারে ধরা পড়লো চূড়ান্ত বিশৃঙ্খলতার ছবি। এমনকি উঠলো গুরুতর অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে জখম রাজ্যের মন্ত্রী অখিল গিরি। অভিযোগ, অভিষেকের নিরাপত্তারক্ষীরা ধাক্কা দিয়ে সরিয়ে দেন তাকে। এই নিয়ে অখিলের অনুগামীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বেধে যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রক্ষীদের। 

বুধবার অধিকারী পরিবারের খাসতালুকে অভিষেকের ব়্যালি ছিল। মুকুন্দপুরের চণ্ডীভেটিতে রোড শো শেষের পর গাড়িতে উঠতে যাচ্ছিলেন অখিল। এমন সময়ে অভিষেকের রক্ষীরা তাকে সরাতে ধাক্কা মারেন বলে অভিযোগ। কাঁধে চোট পেয়েছেন মন্ত্রী। এই ঘটনায় সুর চড়াচ্ছে বিরোধীরা। নিরাপত্তারক্ষীদের কড়া বন্ধনের জেরে বহুবার বহু নেতা-নেত্রীর কাছে পৌঁছতে না পারা নিয়ে ক্ষোভ প্রকাশ হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালের ট্যুইটে অভিষেকের সুরক্ষা বলয় নিয়ে খোঁচা দেন। তারপর এহেন ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের কারা মন্ত্রীও।