/anm-bengali/media/media_files/af3qyGRFRIRvE8f7Pkzf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ১০ মে সকাল থেকে কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ (Karnataka Assembly Elections 2023) শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কার্যত হাইভোল্টেজে পরিণত হয়েছে কর্ণাটক। একের পর এক দাপুটে নেতা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী...বহু প্রবীণ প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে আজ ইনফোসিসের (Infosys) প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ভোট দিতে বেঙ্গালুরুর একটি পোলিং বুথে পৌঁছান। নারায়ণ মূর্তি (Narayana Murthy ) বেঙ্গালুরুতে ভোট দেওয়ার পর বলেন, "প্রথমে আমরা ভোট দিই এবং তারপর আমরা বলতে পারি যে এটি ভালো না খারাপ। কিন্তু আমরা যদি ভোট না দিই তাহলে কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা নিয়ে সমালোচনা করা উচিৎ নয়।" দেখুন ভিডিও...
"First, we vote and then we can say this is good, this is not good but if we don't do that then we don't have the right to criticise," says Infosys founder Narayana Murthy after casting his vote in Bengaluru#KarnatakaElectionspic.twitter.com/BAuZXKUzVs
— ANI (@ANI) May 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us