/anm-bengali/media/media_files/mOlEH2SBDfggvMhPNqnw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জেগে উঠলো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি। মঙ্গলবার বিস্ফোরিত হওয়া লার্ভা দুই কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগ্নেয়গিরি রক্ষণাবেক্ষণকারী সরকারি সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অব জিওলজিক্যাল ডিজাস্টার টেকনোলজি (বিপিপিটিকেজি) জানিয়েছে, মেরাপি থেকে অগ্ন্যুৎপাতের জেরে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। ইতিমধ্যেই আগ্নেয়গিরির আশপাশের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। এই অগ্ন্যুৎপাতের জেরে ইন্দোনেশিয়ায় জারি হয়েছে সতর্কতা।
Indonesia's Mount Merapi, one of the world's most active volcanoes, erupted on Tuesday, spewing lava more than two kilometres from the crater.https://t.co/tb51KsOls3
— AFP News Agency (@AFP) May 23, 2023