/anm-bengali/media/media_files/wrVzPeaHpq3qGEKCCRHy.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর শুক্রবার বলেছেন, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক নয় এবং যতক্ষণ পর্যন্ত দুই দেশের মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা না আসছে ততক্ষণ এটি স্বাভাবিক হতে পারে না। গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পরই একথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রীর কিন গ্যাংয়ের সঙ্গে আলোচনায় পূর্ব লাদাখ সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। তবে ইতিমধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ' আমরা পূর্ব লাদাখ থেকে যত দ্রুত সম্ভব সেনা প্রত্যাহার করে নেবো। '
Indo-China relations won't be normal until peace and tranquillity maintained at border: EAM
— ANI Digital (@ani_digital) May 5, 2023
Read @ANI Story | https://t.co/wyge2liodL#India#Jaishankar#China#SCOSummit#Goapic.twitter.com/c6J0XPNQ3O
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us