ফোন খুলতেই চমক! জ্যোতির অ্যাকাউন্টে মিলল কোটি টাকার লেনদেনের সূত্র

ভারতীয় ইনফ্লুয়েন্সার জ্যোতির বিরুদ্ধে ISI-র সঙ্গে যোগাযোগের অভিযোগ। লাহোরে VIP নিরাপত্তা, ফোন থেকে মিলেছে আর্থিক লেনদেনের রহস্য।

author-image
Debapriya Sarkar
New Update
jyoti malhotra

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যোতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে হরিয়ানা পুলিশ। দাবি, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন এবং তাদের সহযোগিতা করছিলেন।

jyoti

হিসার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “জ্যোতিকে VIP ট্রীটমেন্ট দেওয়া হয়েছিল—যা ISI প্রায়ই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রলুব্ধ করতে ব্যবহার করে।”

স্কটিশ ইউটিউবার ক্যালাম মিল সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় জ্যোতি লাহোরে ৬–৭ জন সশস্ত্র নিরাপত্তারক্ষীর সঙ্গে, যারা AK-47 নিয়ে চলাফেরা করছিলেন। হরিয়ানা পুলিশের দাবি, জ্যোতির ফোন থেকে প্রাথমিকভাবে যেসব তথ্য উদ্ধার হয়েছে, তাতে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের ইঙ্গিত মিলেছে।