নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি নালার সর্জীওয়ান এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর বুধবার সকালে অনুপ্রবেশের চেষ্টা করে কিছু সন্ত্রাসবাদী। সেনা সূত্রে জানা গেছে, ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয় জঙ্গি পাকিস্তানের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তবে ভারতীয় সেনা আগে থেকেই সতর্ক ছিল। জওয়ানরা জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করে তাদের প্রবেশে বাধা দিলে, দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ চলে এই গুলির লড়াই।
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192486-533427.jpg)
এই ঘটনার পর সেনা চারপাশ ঘিরে ফেলে এবং শুরু করে তল্লাশি অভিযান। এই অভিযানকে সেনা ‘অপারেশন টিক্কা’ নাম দিয়েছে। এখনো পর্যন্ত কেউ ধরা পড়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে সেনা জানিয়েছে, এলাকা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে যাতে কোনো জঙ্গি পালাতে না পারে।
/anm-bengali/media/media_files/2025/04/22/rrVq9RdzKu7gpi6ihOM3.JPG)
উল্লেখ্য, গতকাল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সীমান্তে আরো তৎপর হয়েছে ভারতীয় সেনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, গতকাল ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন মারা গিয়েছে।