মায়ানমারকে ৫০ টন ত্রাণ সহায়তা পাঠাল ভারত! জানুন বিস্তারিত

ভারত মায়ানমারে ৫০ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে। জানুন কিভাবে ভারতের বিমান বাহিনী ও নৌ বাহিনীর সহযোগিতায় এই সাহায্য পৌঁছেছে মায়ানমারে।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা : মায়ানমার থেকে ভারতের দূতাবাস একটি টুইটে জানিয়েছেন, মায়ানমারে সম্প্রতি ঘটে যাওয়া এক বড় প্রাকৃতিক বিপর্যয়ের পর ভারত ত্রাণ পাঠিয়েছে। ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ, আইএনএস সাতপুরা এবং আইএনএস সাবিত্রী, ৫০ টন ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারের ইয়াঙ্গুন শহরে পৌঁছেছে। এই ত্রাণ সামগ্রী ভারতীয় রাষ্ট্রদূত অভয় ঠাকুরের হাতে হস্তান্তর করা হয়।

publive-image

ভারত আরও সাহায্য পাঠিয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাহিনীর বিমান এবং পাঁচটি নৌবাহিনীর জাহাজও রয়েছে। এসব ত্রাণ ইয়াঙ্গুন, নেপিদো এবং মান্দালয়ে পৌঁছানো হয়েছে, যা মায়ানমারের বিপর্যস্ত মানুষদের সাহায্য করবে। ভারত বিপর্যস্ত মায়ানমারের পাশে দাঁড়িয়ে এই সহায়তা পাঠাচ্ছে, যা মায়ানমারের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।