৭ থেকে ১০ মে পর্যন্ত.... পাকিস্তানকে চমকে দিল ভারত! ‘অপারেশন সিঁদুর’-এ ৪০ সেনার মৃত্যু

‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তানের একাধিক হামলা নস্যাৎ করে দিল ভারতীয় সেনা। ৭ থেকে ১০ মে পর্যন্ত সংঘর্ষে পাকিস্তান হারিয়েছে ৩৫-৪০ সেনা, জানালেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ।

author-image
Debapriya Sarkar
New Update
Brief

নিজস্ব সংবাদদাতা : ভারতের সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী হামলা চালানোর পর ভারতীয় সেনার পাল্টা আক্রমণে পাকিস্তানকে বড় ক্ষতি হয়ে গেছে। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ জানিয়েছেন, ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তানিরা একাধিকবার ভারতের বিমানঘাঁটি ও অস্ত্রাগারে আক্রমণের চেষ্টা করেছিল, তবে সমস্ত হামলাই প্রতিহত করা হয়।

তিনি বলেন, "বিমান থেকে শুরু করে জমির উপরও বারবার আক্রমণ করা হয়েছিল, তবে আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো হামলা নস্যাৎ করে দিয়েছে।" এছাড়া, লাইন অফ কন্ট্রোলে (LoC) গোলাগুলির ঘটনায় পাকিস্তানিরা প্রায় ৩৫-৪০ জন সেনা হারিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

ভারতীয় সেনা স্পষ্ট জানিয়েছে, সীমান্তে যে কোনও ধরনের আগ্রাসন কোনোভাবেই সহ্য করা হবে না, এবং প্রতিটি আক্রমণের কড়া জবাব দেওয়া হবে।