/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ৮ মে রাত ১০টা ৩০ মিনিট থেকে ৯ মে সকাল পর্যন্ত একের পর এক ড্রোন ও ইউএভি হানায় উত্তপ্ত হয়ে ওঠে ভারতের আকাশ। দেশজুড়ে এই তীব্র হামলার খবর জানান এয়ার মার্শাল একে ভারতী। তিনি বলেন, শ্রীনগর থেকে শুরু করে গুজরাটের নালিয়া পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের চালানো এই ড্রোন আক্রমণ।
/anm-bengali/media/post_attachments/39b38694-603.png)
তবে ভারতীয় বায়ুসেনা সম্পূর্ণ প্রস্তুত ছিল। এয়ার মার্শাল ভারতী জানান, “আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ সজাগ ছিল। ফলে শত্রুপক্ষের কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। মাটিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।” তিনি আরও বলেন, পাল্টা প্রতিক্রিয়ায় ভারত লক্ষ্য করে পাকিস্তানের সামরিক ঘাঁটি ও নজরদারি রাডার স্টেশন—বিশেষত লাহোর ও গুজরানওয়ালার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানো হয়।
/anm-bengali/media/post_attachments/32a8ec18-bd3.png)
তিনি জানান, রাতভর ড্রোন হামলা অব্যাহত ছিল, তবে প্রতিটি আক্রমণের সফলভাবে মোকাবিলা করা হয়। এ ছাড়া এয়ার মার্শাল কড়া সমালোচনা করে বলেন, পাকিস্তান এই ড্রোন হামলার সময়েও লাহোর থেকে বেসামরিক ও আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করেনি। “এটা চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা,” বলেন তিনি, “আমাদের প্রতিটি জবাবে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়েছে যাতে সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়।” এই ঘটনার পর ভারতীয় বায়ুসেনা স্পষ্ট করে জানিয়ে দেয়, দেশের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা হবে না। প্রস্তুতি ছিল, ভবিষ্যতেও থাকবে।
#WATCH | Delhi: Air Marshal AK Bharti says, "On the night of 8th and 9th, starting as early as 22:30 hours, our cities had a mass raid of drones, unmanned aerial vehicles, starting right from Srinagar going right up to Naliya...We were prepared and our air defence preparedness… pic.twitter.com/lbxpkhi0s3
— ANI (@ANI) May 11, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us