ফিরছে মাস্ক! ৬০ হাজার ছুঁই ছুঁই

ফের কপালে পড়ছে চিন্তার ভাঁজ । দেশে নতুন করে ৯,৩৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭,৪১০ জন।

author-image
New Update
covid 19.jpg

নিজস্ব সংবাদদাতা: বর্তমানে গোটা দেশ তাপপ্রবাহের সঙ্গে লড়াই করছে।  এই পরিস্থিতিতে দেশে হু হু করে বেড়ে চলেছে করোনার প্রকোপ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় দেশে   নতুন করে ৯,৩৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  দেশে সক্রিয় করোনা  আক্রান্তের সংখ্যা ৫৭,৪১০ জন।  গত  ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬জন।  ফলে এখনওপর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৩১,৩৯৮। দেশের করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে নতুন করে করোনা বিধি জারি  করেছে রাজ্য সরকার। তার মধ্যে মাস্ক ও স্যানিটাইজার রয়েছে। বলা হয়েছে ভিড় এড়িয়ে চলতে। বাংলা ছাড়া বেশ কয়েকটি রাজ্যেও জারি হয়েছে করোনা সতকর্তা।গত একদিনে করোনা পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.৩৮ শতাংশ। অন্যদিকে, সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.৬১ শতাংশ। দেশজুড়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে  ৪.৪৯ কোটি।