ফিরছে মাস্ক? ৫০ হাজার ছুঁই ছুঁই সংক্রমণ

দেশে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ । দেশে লাগাতার করোনা সংক্রমণ বাড়ায় বেশ চিন্তায় পড়তে হচ্ছে রাজ্য সহ কেন্দ্রকে ।

author-image
New Update
covid 19.jpg

নিজস্ব সংবাদদাতা: ভারতে ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। একাধিক রাজ্যে করোনা  বাড়ার সঙ্গে সঙ্গে এতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সোমবার  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে নতুন করে ৪,২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  যার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা  ৪৭ হাজার ২৪৬ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১০জন। এদিকে দেশে করোনা বাড়তেই আগেভাগেই সতর্ক নবান্ন।

 

 

করোনা নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।  নির্দেশিকায় পুরনো নিয়ম আবারও মেনে চলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলার কথা বলেছে স্বাস্থ্য ভবন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের উপর আবার জোর দেওয়া হয়েছে। এমনকী, কারোর যদি করোনা ধরা পড়ে, তবে তাঁকে এক সপ্তাহের জন্য বাড়িতে আইসোলেশন থাকার পরামর্শও দিয়েছে স্বাস্থ্য দফতর।

 

 

ad.jpg