Breaking : পাক ঘনিষ্ঠ TRF জঙ্গিগোষ্ঠীকে ঘিরে রাষ্ট্রপুঞ্জে তৎপর ভারত

পহেলগাম হামলার মূল চক্রী TRF-র বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরল ভারত। ১২৬৭ স্যাংশনস কমিটির বৈঠকে পাকিস্তানের ভূমিকাও উঠে আসে।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত। পহেলগাঁওয়ে হামলার পেছনে এই গোষ্ঠীর ভূমিকা তুলে ধরা হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ স্যাংশনস কমিটির মনিটরিং টিমের কাছে।

Un

নিউ ইয়র্কে ভারতের একটি টেকনিক্যাল টিম আজ এই মনিটরিং টিম এবং অন্যান্য অংশীদার দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে। পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জের কাউন্টার-টেররিজম অফিস ও CTED-র সঙ্গেও আলোচনা হবে। TRF-কে নিষিদ্ধ ঘোষণার দাবি আরও জোরালো হয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।