New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত। পহেলগাঁওয়ে হামলার পেছনে এই গোষ্ঠীর ভূমিকা তুলে ধরা হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ স্যাংশনস কমিটির মনিটরিং টিমের কাছে।
/anm-bengali/media/media_files/xIi2RdmbTB5Xgik1x99n.jpg)
নিউ ইয়র্কে ভারতের একটি টেকনিক্যাল টিম আজ এই মনিটরিং টিম এবং অন্যান্য অংশীদার দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে। পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জের কাউন্টার-টেররিজম অফিস ও CTED-র সঙ্গেও আলোচনা হবে। TRF-কে নিষিদ্ধ ঘোষণার দাবি আরও জোরালো হয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us