গুপ্তচরের খোলস ছিঁড়ল! দিল্লিতে পাক কূটনীতিক বহিষ্কৃত, তদন্তে চমক

ভারতের বিরুদ্ধে গোপনচরবৃত্তি! দিল্লির পাক হাই কমিশনের এক কর্তার সঙ্গে সেনা তথ্য ফাঁসের যোগ খুঁজে পেল পাঞ্জাব পুলিশ। সরকার জানাল, ২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক উত্তেজনার মধ্যেই বড় কূটনৈতিক সিদ্ধান্ত নিল ভারত। পাকিস্তানের হাই কমিশনে কর্মরত এক কর্মকর্তাকে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, তিনি কূটনৈতিক পদের আড়ালে গোপনচরবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ।

Fgh

ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “পাক হাই কমিশনের ওই কর্তা তাঁর সরকারি দায়িত্বের বাইরে গোপন কাজকর্মে লিপ্ত ছিলেন। তাই তাঁকে ‘persona non grata’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।”

সূত্রের খবর, সম্প্রতি পাঞ্জাব পুলিশ ভারতের সেনা গতিবিধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচারচক্রের হদিস পায়। ওই মামলার তদন্তে উঠে আসে, এই গোয়েন্দা চক্রের সঙ্গে দিল্লির পাক হাই কমিশনের এক কর্তার যোগ ছিল। তদন্তে ধৃত দু’জন স্বীকার করে, তারা পাকিস্তানে তথ্য পাচারের বিনিময়ে অর্থ পেত অনলাইন লেনদেনের মাধ্যমে।

পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ধৃতরা শুধু তথ্য পাচারই নয়, ওই টাকার একাংশ দেশে অন্যান্য গুপ্তচরদের মধ্যেও ভাগ করে দিত। পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে অর্থের লেনদেন, যোগাযোগের সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে।