/anm-bengali/media/media_files/2025/05/03/GVyw28VEfgdKYhbkirYM.jpg)
নিজস্ব সংবাদদাতা : কাশ্মীর সীমান্তে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষ থামলেও, সেই কৃতিত্ব নিজের ঘাড়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তাঁর মধ্যস্থতাতেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। এমনকি, তিনি বলেছেন যে, তিনিই “পরমাণু যুদ্ধ” ঠেকিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে।
/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
এই দাবি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যুদ্ধবিরতির পেছনে মার্কিন হস্তক্ষেপের কোনও ভূমিকা নেই। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতীয় সেনার কার্যকরী অভিযানের কারণেই পাকিস্তান গুলি চালানো বন্ধ করে। ৭ থেকে ১০ মে পর্যন্ত চলা অপারেশন ‘সিঁদুর’-এর মধ্যেই পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিতে বড় ধাক্কা দেয় ভারত। তিনি আরও বলেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, এবং এই বিষয়ে তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপের জায়গা নেই।
/anm-bengali/media/media_files/sl5HrB8IjlpW50Gb5lRO.jpg)
সবশেষে ভারত স্পষ্ট করে দেয়— এই যুদ্ধবিরতির পেছনে কোনও মার্কিন হুমকি বা ‘চাপ’ নয়, পুরোপুরি ভারতের সামরিক সাফল্যই পাকিস্তানকে পিছু হটতে বাধ্য করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us