/anm-bengali/media/media_files/2025/05/11/amAh5l1SLdpGtiMs2whh.jpg)
নিজস্ব সংবাদদাতা : পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে ভারত চালিয়েছে পাল্টা অভিযান—‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে (PoK) একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/05/14/gwvRvMZGUuZoLg6XLKdA.webp)
প্রতিবেদন বলছে, এই অভিযানে অন্যতম প্রধান হাতিয়ার ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক মিসাইল ব্রহ্মোস। যদিও সরকারিভাবে কোনও ঘোষণা এখনও হয়নি, তবুও সূত্রের দাবি—নুর খান সহ একাধিক পাক এয়ারবেসে আঘাত হানে এই মিসাইল।
২০০১ সালে প্রথম পরীক্ষিত হওয়ার পর ব্রহ্মোস-এ একাধিক আধুনিকীকরণ হয়েছে। এটি ভূমি, আকাশ এবং সমুদ্র—তিন মাধ্যম থেকেই উৎক্ষেপণযোগ্য। এর পাল্লা কয়েকশো কিলোমিটার এবং এটি ২০০–৩০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম।
/anm-bengali/media/media_files/2025/04/25/P2xiT0vOXdJ2X8zMNoCg.jpg)
এই অভিযান সামনে আসতেই বিশ্বের বহু দেশের নজর এখন ভারতের এই মারাত্মক অস্ত্রের দিকে। প্রতিরক্ষা ক্ষেত্রে ব্রহ্মোস এখন ভারতের গর্ব, আর ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য সেই গর্ব আরও জোরালো করল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us