অপারেশন সিঁদুরের পর বিশ্বনজরে 'ব্রহ্মোস'— ভারতের এই অস্ত্র কেনার আগ্রহ দেখাচ্ছে অন্যান্য দেশ

অপারেশন সিঁদুর পাকিস্তানে ভারতীয় ব্রহ্মোস মিসাইল ব্যবহারের দাবি। পাল্টা হামলায় ধ্বংস পাক ঘাঁটি, বিশ্বজুড়ে বাড়ছে অস্ত্রটির চাহিদা।

author-image
Debapriya Sarkar
New Update
brahmos

নিজস্ব সংবাদদাতা : পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে ভারত চালিয়েছে পাল্টা অভিযান—‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে (PoK) একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

Brahmos

প্রতিবেদন বলছে, এই অভিযানে অন্যতম প্রধান হাতিয়ার ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক মিসাইল ব্রহ্মোস। যদিও সরকারিভাবে কোনও ঘোষণা এখনও হয়নি, তবুও সূত্রের দাবি—নুর খান সহ একাধিক পাক এয়ারবেসে আঘাত হানে এই মিসাইল।

২০০১ সালে প্রথম পরীক্ষিত হওয়ার পর ব্রহ্মোস-এ একাধিক আধুনিকীকরণ হয়েছে। এটি ভূমি, আকাশ এবং সমুদ্র—তিন মাধ্যম থেকেই উৎক্ষেপণযোগ্য। এর পাল্লা কয়েকশো কিলোমিটার এবং এটি ২০০–৩০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম।

Ind-pak

এই অভিযান সামনে আসতেই বিশ্বের বহু দেশের নজর এখন ভারতের এই মারাত্মক অস্ত্রের দিকে। প্রতিরক্ষা ক্ষেত্রে ব্রহ্মোস এখন ভারতের গর্ব, আর ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য সেই গর্ব আরও জোরালো করল।