New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: বাণিজ্য নগরী মুম্বাইয়ের পর এবার ডেস্টিনেশন দেশের রাজধানী। ইন্ডিয়া জোটের আগামী বৈঠক সম্পন্ন হতে চলেছে দিল্লিতে। ২ অক্টোবর দিল্লির রাজঘাটে জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেশের ৫ শহরে জনসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোটের তরফে। পাটনা, দিল্লি, গুয়াহাটি, চেন্নাই এবং নাগপুরকে বেছে নেওয়া হয়েছে এখন।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us