/anm-bengali/media/media_files/7UpZynaEgUf58fA8vANd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার জাতিসংঘে বক্তব্য রাখলেন ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। ভারতের স্থায়ী প্রতিনিধি বলেন, ' খাদ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বর্তমান চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা এবং দুর্বল জনগোষ্ঠীর মানবিক চাহিদাগুলি বিলম্ব ছাড়াই পূরণ করা ভারতের প্রচেষ্টার লক্ষ্য। সংঘাতের মুখে থাকা দেশগুলিকে ভারত গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা, বিশেষত খাদ্যশস্য সরবরাহ করেছে। ভারত সবসময় ইউক্রেন, আফগানিস্তান, ইয়েমেন এবং মায়ানমারের মধ্যে রয়েছে।'
#WATCH | India's efforts are aimed to address the current challenges to food and energy security and ensure that humanitarian needs of vulnerable communities are served without delay. India has provided critical humanitarian assistance, in particular supply of food grains, to… pic.twitter.com/UEnPE89xdw
— ANI (@ANI) May 24, 2023