IND vs SL: এইমাত্র এল গুড নিউজ!

সুপার লিগ পর্যায়ে একবার সম্মুখসমরে নেমেছিল ভারত-শ্রীলঙ্কা। কলম্বোয় শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট ফেলেন রোহিত শর্মারা। এবার সেই আর প্রেমদাসা স্টেডিয়ামেই ফাইনালের লড়াইয়ে একে অপরের মুখোমুখি।

author-image
Anusmita Bhattacharya
17 Sep 2023 আপডেট করা হয়েছে 18 Sep 2023
Breaking News

নিজস্ব সংবাদদাতা: ম্যাচের আগে ভালো খবর এটাই যে বৃষ্টি থেমে গেছে এবার কলম্বোয়। ধীরে ধীরে আর প্রেমদাসার কভার তুলে ফেলার কাজ শুরু করা হয়েছে। এবার অপেক্ষা ম্যাচ শুরু হওয়ার। ৩.৪০ মিনিটে শুরু হবে খেলা। কোনও ওভার কাটবে না।

rectify impact.jpg