/anm-bengali/media/media_files/cnqs2LhF51HnALggFSRn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে (Jammu Kashmir)। শ্রীনগরেজি-২০ট্যুরিজম (G20 Meeting)ওয়ার্কিংগ্রুপেরতৃতীয়বৈঠকের কথা মাথায় রেখেপ্রশাসনের তরফে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারকরাহয়েছে।আগামী২২-২৪মেএইবৈঠকঅনুষ্ঠিতহবে।এদিকে ডায়মন্ডচকএবংগুপকাররোডে একাধিক গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। সেইসঙ্গে ব্যাপক নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, শ্রীনগরে সোমবার থেকে শুরু হওয়া জি-২০ ভারতের জন্য জম্মু ও কাশ্মীরের পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরার একটি সুযোগ, যা আগে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের ছায়ায় ছিল। জানা গিয়েছে, সোমবার থেকে শ্রীনগরে তিন দিনের আন্তর্জাতিক স্তরের জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হতে চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ৬০ জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
#WATCH | J&K | Security tightened in Srinagar as the city is all set to host the 3rd G20 Tourism Working Group meeting. The meeting is being held here on May 22-24.
— ANI (@ANI) May 22, 2023
Visuals from Diamond Chowk and Gupkar Road. pic.twitter.com/eC7QUTLrJF