/anm-bengali/media/media_files/OWJk5IMND7aam8YGEOWK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার কয়েকদিন ধরে রেকর্ড গরম পড়ছিল দিল্লিতে। তীব্র তাপপ্রবাহ (Heatwave) বইছিল দিল্লিতে। এরই মাঝে আবহাওয়া নিয়ে সুখবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আজ বুধবার আইএমডির বিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, ‘আজ সারা ভারতে তাপপ্রবাহের অবসান হয়েছে। আজ থেকে তাপমাত্রা কমবে এবং আকাশ মেঘলা থাকবে। রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং চণ্ডীগড়ে শিলাবৃষ্টি, ঝড় এবং বৃষ্টির (Heavy Rainfall) জন্য আমরা কমলা সতর্কতা জারি করেছি। আগামী ২-৩ দিন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতেও ঝড়ের সম্ভাবনা রয়েছে।‘
Delhi | Heatwave has ended in entire India today. From today temperature will decrease and it will be cloudy. We have issued Orange Alert for hailstorms, storms and rain in Rajasthan, Punjab, Delhi, Uttar Pradesh, Haryana, and Chandigarh. There is a possibility of heavy rains in… pic.twitter.com/rjb5mE6TnO
— ANI (@ANI) May 24, 2023