/anm-bengali/media/media_files/mX0viVUQqRg3V9VyE3pV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দ্রুত গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় মোচা (Mocha)। এদিকে ভারতের আবহাওয়া অধিদফতর (IMD) জানিয়েছে, আগামী ১৪ মে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ঘূর্ণিঝড় 'মোচা' আঘাত হানতে পারে। এই মোচার জেরে দেশের বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আইএমডি মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম ও ত্রিপুরার জন্য সতর্কতা জারি করেছে। এই ৫ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 'কমলা সতর্কতা' অবধি জারি করেছে আইএমডি। নাগাল্যান্ড, মণিপুর এবং দক্ষিণ আসামের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ মণিপুরে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আইএমডি। বলা হচ্ছে, এই রাজ্যগুলিতে আগামী ১৪ মে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
Expect weather warning in association to recent developments in cyclonic storm "Mocha"#rainfall#weatherwarning#cyclonicstornpic.twitter.com/4Dp5ZTVmEP
— India Meteorological Department (@Indiametdept) May 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us