অতি শক্তিশালী রূপ ধারণ করল 'হামুন', হাই অ্যালার্ট

একাধিক জেলায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে থাকবে।

author-image
SWETA MITRA
New Update
cyclone.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় 'হামুন' (Cyclone Hamoon) শক্তিশালী রূপ ধারণ করেছে।উপকূলীয়বর্তী এলাকার মানুষজনদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণসময় যত এগোচ্ছে ততইশক্তিশালীহচ্ছেঘূর্ণিঝড় 'হামুন'  কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের (আরএমসি) কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব নামমাত্র হবে বলে আশা করা হচ্ছে।