/anm-bengali/media/media_files/1B2CJhRE9hX2POrlhvyh.png)
নিজস্ব সংবাদদাতাঃ ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর। রবিবার ভারতীয় আবহাওয়া দফতর , আজ অর্থাৎ ২২ শে মে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস জানিয়েছে , দিল্লির তাপমাত্রা থাকবে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই দিল্লির বাসিন্দাদের সতর্ক থাকতে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে।
India Meteorological Department (IMD) issues a heat wave warning for Delhi-NCR and adjoining areas for tomorrow i.e. 22nd May. pic.twitter.com/HwuVFRneEo
— ANI (@ANI) May 21, 2023