ফিরল পুলওয়ামা হামলার স্মৃতি, IED হামলায় ১০ জনের মৃত্যু

এবার ছত্তিশগড়ে (Chattisgarh) ফিরল পুলওয়ামা হামলার স্মৃতি। আজ বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুরের কাছে ডিআরজি (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড) কর্মীদের বহনকারী গাড়িতে আইইডি হামলা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ এবার ছত্তিশগড়ে (Chattisgarh) ফিরল পুলওয়ামা হামলার স্মৃতি। আজ বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুরের কাছে ডিআরজি (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড) কর্মীদের বহনকারী গাড়িতে আইইডি হামলা হয়েছে। আইইডিটি নকশালদের দ্বারা স্থাপন করা হয়েছিল বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০ জন পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে।