বিরাট চাপে শাসক দল! হেভিওয়েট বিধায়কের বাড়িয়ে আয়কর হানা

আজ মঙ্গলবার তামিলনাড়ুজুড়ে (Tamilnadu) তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর। জানা গিয়েছে, এদিন ডিএমকে বিধায়ক এম কে মোহনের বাসভবনে দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর (Income tax department)।

author-image
SWETA MITRA
New Update
dmk copy.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার তামিলনাড়ুজুড়ে (Tamilnadu) তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর। জানা গিয়েছে, এদিন ডিএমকে বিধায়ক এম কে মোহনের বাসভবনে দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর (Income tax department)। বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপার জি স্কোয়ারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গতকাল তামিলনাড়ুর ৫০টিরও বেশি জায়গায় তল্লাশি চালায় আয়কর আধিকারিকরা। এমএলএ এম কে মোহনের ছেলে রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার হোল্ডার।