/anm-bengali/media/media_files/uBwauZm2hWkmZdxYYEVJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়া, জাপান ও পাপুয়া নিউ গিনিতে সফর শেষ করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশের সফর শেষে দিল্লির পালাম বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। দেশে ফিরে বিশ্বের কাছে ভারতের সংস্কৃতির ধারণার বিষয়ে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, তিনি যখন দেশের সংস্কৃতির কথা বিশ্বকে বলেন তখন তিনি বিশ্বের চোখের দিকে তাকিয়ে কথা বলেন।
তিনি বলেছেন, "আমি যখন আমার দেশের সংস্কৃতির কথা বলি, আমি বিশ্বের চোখের দিকে তাকাই। আমি দেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি বলেই এই আস্থা এসেছে। এখানে যারা এসেছেন তারা ভারতকে ভালোবাসেন, প্রধানমন্ত্রী মোদীকে নয়"। উল্লেখ্য, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে স্বাগত জানিয়েছেন।
#WATCH | When I talk about the culture of my country, I look into the eyes of the world. This confidence has come because you have formed a government with an absolute majority in the country. Those who have come here are people who love India, not PM Modi: PM Modi pic.twitter.com/CoiDVxaSjA
— ANI (@ANI) May 25, 2023
#WATCH | Prime Minister Narendra Modi arrives at Palam airport in Delhi after concluding his three-nation visit to Japan, Papua New Guinea and Australia pic.twitter.com/WcaLavtyUY
— ANI (@ANI) May 25, 2023
#WATCH | PM Narendra Modi receives a warm welcome as people chant 'Modi-Modi' upon his arrival in Delhi after concluding his three-nation visit pic.twitter.com/tvONGNW1AO
— ANI (@ANI) May 25, 2023
#WATCH | Prime Minister Narendra Modi being garlanded by BJP National President JP Nadda and party members on his arrival at Palam airport after concluding his three-nation visit pic.twitter.com/6K7klH2FQR
— ANI (@ANI) May 25, 2023